English

25 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

মোদির মা রূপে পর্দায় আসছেন রাভিনা

- Advertisements -

নাসিম রুমি: নির্মিত হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। গত ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন ছিল। সেদিনই এই ঘোষণা দেওয়া হয়। এটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার চৌধুরী। মোদির চরিত্রে অভিনয় করবেন উন্নি মুকুন্দন। এবার জানা গেল, ‘মা বন্দে’ শিরোনামের সিনেমাটিতে নরেন্দ্র মোদির মায়ের চরিত্র রূপায়ন করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “হিরাবেন মোদির চরিত্রটি রাভিনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং স্তরবিন্যাস রাভিনার সঙ্গে মিশে গেছে। হিরাবেনের জীবনের গল্প যেমন: শৈশবে মাকে হারানো, শান্ত ও দৃঢ়তার সঙ্গে পরিবারটিকে কীভাবে একত্রে রেখেছিলেন—এই বিষয়গুলো অভিনেত্রীকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।”

খানিকটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “মা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মা বন্দে’ সিনেমা। এতে দেখা যাবে, ত্যাগ, সহনশীলতা এবং অবদান রাখার মাধ্যমে ছেলের জীবনে উন্নতির পথ কীভাবে তৈরি করেছিলেন। এই দিকটি রাভিনা ট্যান্ডনকে অনুপ্রাণিত করেছে এবং গল্পের অংশ হতে চেয়েছেন।”

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা রাভিনা ট্যান্ডন।

শুটিং শুরু হওয়ার আগে রাভিনা তার চরিত্রের জন্য রূপান্তরের মধ্য দিয়ে যাবেন। জানা গেছে, বড় আয়োজনে তৈরি হচ্ছে সিনেমাটি; যেখানে আধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে গল্পটিকে জীবন্ত করে তোলা হবে। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন বীর রেড্ডি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6iow
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন