English

32.4 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
- Advertisement -

মোশাররফ করিমের ‘মায়ার বাঁধন’

- Advertisements -

নাসিম রুমি: দুঃসহ শৈশব পেরিয়ে পরিবারের অবলম্বন হয়ে ওঠা এক তরুণের গল্পে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। ‘মায়ার বাঁধন’ রচনা ও পরিচালনা করেছেন রুলীন রহমান।

‘মায়ার বাঁধন’ প্রচার হবে আরটিভিতে। প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ১০টায় দেখা যাবে নাটকটি।

নাটকের কাহিনীতে দেখা যাবে শিশুকালে মা হারানো সেলিম সৎ মায়ের নির্যাতনে ঘর ছেড়ে পথে নামতে বাধ্য হয়। রিকশা, ভ্যান ঠেলা, গ্যারেজে কাজ, হোটেলে বেয়ারাগিরির মত পেশায় দিন কাটাতে হয় তাকে।

পরে বাবার মৃত্যুর পর সৎ মা ও ভাইবোনদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সেলিম। সময়ের সঙ্গে সঙ্গে সংগ্রাম জয় করে গড়ে তোলে একটি পরিবারের ভিত এবং ব্যবসায়িক সাম্রাজ্য।

নাটকটি নিয়ে পরিচালক রুলীন রহমান বলেন, “মানুষ যত কষ্টই পাক, মমতা আর ভালোবাসা তাকে টিকিয়ে রাখে। এই নাটকের মাধ্যমে আমি সেই পরিবারিক মায়ার সম্পর্কগুলো দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।”

‘মায়ার বাঁধনের’ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, দীপা খন্দকার, অবিদ রেহান, ওয়াহিদা মল্লিক জলি, মিশু সাব্বির, মীম চৌধুরীসহ অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zyng
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন