সব গুঞ্জন উড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌসুমী। এবার সিনেমা নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে।
দুই বছর ধরে মৌসুমী বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন।
এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।
এদিকে টেলিছবিটি দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলেও মুক্তি পাবে। বিষয়টি জানিয়ে ওমর সানীকে ধন্যবাদ দিয়েছেন হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, বাংলার সেরা অভিনেত্রীর জায়গাটা আগেও ছিল, এখনো আছে, তার প্রমাণ মিলবে আঞ্চলিক ভাষায় ভিন্ন গেটাপে অভিনয়ের মাধ্যমে। ধন্যবাদ, আকাশ রহমান ও এশা রহমানকে। অনেক দিন পর বাংলার গুণী অভিনেত্রী মৌসুমী ম্যাডামকে পর্দায় বিশালভাবে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ ওমর সানি, আপনাকে। চলচ্চিত্রের আইডল কাপল, সাদা মনের মানুষ, বাংলার বাঘখ্যাত রয়েল হিরো, আপনার সাপোর্টের জন্য।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lfbs