English

34.2 C
Dhaka
সোমবার, আগস্ট ১৮, ২০২৫
- Advertisement -

‘যদি আমি না বলতাম, তাহলেও সমস্যা তৈরি হতো’

- Advertisements -

জন্মাষ্টমী উপলক্ষে হাঁড়ি ভাঙার অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে ‘ভারত মাতা কি জয়’ রব তুলেছিলেন অভিনেত্রী। তারপরেই ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য কি জানা নেই জাহ্নবীর? এ বার সেই সব কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী নিজেই।

জন্মাষ্টমী উপলক্ষে ‘দহি হান্ডি’ উৎসবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। শনিবার মুম্বাইয়ের ঘটকোপারের এই অনুষ্ঠানটি ছিল। অনুষ্ঠানের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, জন্মাষ্টমী উপলক্ষে দইয়ের হাঁড়ি ভাঙছেন জাহ্নবী। তার সঙ্গে এই দিন ছিলেন বিজেপি সাংসদ রাম কদম। হাঁড়ি ভাঙতে ভাঙতে কৃষ্ণ নাম করেননি জাহ্নবী। তাঁর কণ্ঠে ‘ভারত মাতার জয়’ ধ্বনি শোনা যায়। এই দেখেই অবাক হয়ে যায় নেটিজেননা। কটাক্ষ শুনেই অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে পাল্টা জবাব দেন।

জাহ্নবী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার পুরো ভিডিওটি ভাগ করে নেন। সেই সঙ্গে অভিনেত্রী লেখেন, “ওদের বলার (ভারতমাতার জয়) পরে যদি আমি না বলতাম, তা হলেও সমস্যা তৈরি হতো। আর বললেও পুরো ভিডিও থেকে একটা অংশ কেটে নিয়ে ব্যঙ্গ শুরু।” কেন জন্মাষ্টমীতে ভারতমাতার জয় বলা হয়েছে তা নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তোলেন। জাহ্নবী সেই প্রসঙ্গে বলেন, “শুধু জন্মাষ্টমীর দিন নয়। রোজ বলব, ‘ভারতমাতার জয়’।”

জাহ্নবীর এই উত্তরে সন্তুষ্ট তার অনুরাগীরা। অভিনেত্রী এই মুহূর্তে ব্যস্ত তার আসন্ন ছবি ‘পরম সুন্দরী’ নিয়ে। ছবির গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। সিদ্ধার্থ মালহোত্রের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9grm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন