চলচ্চিত্রে নিজের স্বকীয় ধারা বজায় রেখে বরাবরই ভিন্ন পথে হেঁটেছেন অভিনেতা-পরিচালক অঞ্জন দত্ত। এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ‘যাঁরা সিনেমা হলে যান না, তাঁদের জন্যই আমি ছবি তৈরি করি।’
সম্প্রতি নতুন ছবি ‘দেরি হয়ে গেছে’ নিয়ে কথা বলতে গিয়ে একান্ত সাক্ষাৎকারে অঞ্জন খোলামেলা কথা বলেন নিজের কাজ, ইন্ডাস্ট্রি, দর্শক এবং সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে।
অনেকেই মনে করেন অঞ্জন দত্ত খিটখিটে স্বভাবের মানুষ। তবে তিনি নিজেই সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেন, ‘’আমি কাজের সময় খুব মজা করি। একাংশ মিডিয়া আমাকে বদমেজাজি বলে চিহ্নিত করেছে। আমি আসলে সোজা কথা সোজাভাবে বলি সেটাই অনেকেই নিতে পারেন না।’
প্রচারণামূলক সাক্ষাৎকারে একঘেয়ে প্রশ্ন নিয়ে অস্বস্তি প্রকাশ করে অঞ্জনের বক্তব্য, ‘আমি বহু বছর সাংবাদিকতা করেছি। তখনও আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু ভয় পেতাম না। এখন তো সবটাই শর্টকাট। প্যাশন, পড়াশোনাসব হারিয়ে যাচ্ছে।’
পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘দেরি হয়ে গেছে’–তে অভিনয়ের প্রসঙ্গে অঞ্জন বলেন, ‘গল্পটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। স্ক্রিপ্ট বিশ্বাসযোগ্য মনে হয়েছে বলেই কাজ করেছি।’
ছবিতে তাঁর সহ-অভিনেত্রী মমতা শঙ্কর। সম্প্রতি বিভিন্ন বিতর্কে নাম জড়ালেও সেই প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গিয়েছেন অঞ্জন, ‘ও কী বলেছেন, সেটার দায় ওর। আমি কিছু বলব না।’
অঞ্জনের মতে, আজকাল সিনেমা হল দর্শকদের জন্য আর স্বস্তির জায়গা নয়। তিনি বলেন, ‘মাল্টিপ্লেক্সে এত খরচ, এত বিজ্ঞাপন, এত ভিড়, সবটাই ব্যবসা। আমার একদম ভালো লাগে না। আমি নিজেও হলে ছবি দেখি না।’
তার বিশ্বাস, বাংলা সিনেমার দর্শকরা হলে না যাওয়ার পিছনে রয়েছে বাস্তব কারণ। ‘সবাই বলে বাংলা ছবির দুর্দিন, কিন্তু সমস্যার গোড়ায় কেউ যেতে চায় না। আমি সেই সব দর্শকের জন্যই ছবি বানাই, যারা এখন হলে যান না,’ বলেন অঞ্জন।