English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রের মদদে পুড়ছে তেহরান, সরব বলিউডের ইরানি অভিনেত্রী মান্দানা

- Advertisements -

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধ পরিস্থিতি। এই উত্তেজনার প্রেক্ষাপটে নিজের দেশ ইরান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা করিমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ আবেগঘন পোস্টে মান্দানা লেখেন, আমি ঠিক নেই। দেখে মনে হতে পারে, আমি স্বাভাবিকভাবে কাজ করছি। কিন্তু আমি ঠিক থাকার ভান করছি মাত্র। নিজের জন্য, পরিবারের জন্য যতটা সম্ভব করছি, কিন্তু মনটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে।

ইরান-ইসরায়েল সংঘাত এবং মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, শিশুদের মৃত্যু দেখেও কীভাবে চুপ থাকা যায়! শুধু প্যালেস্টাইন বা ইরানে নয়— মধ্যপ্রাচ্যের বহু অঞ্চলে আমেরিকার অর্থায়নে বিস্ফোরণ ঘটছে। ইসরায়েল আক্রমণ করছে, আর বিশ্ব নীরব দর্শক হয়ে আছে!

বর্তমানে ইউরোপে অবস্থান করছেন এই অভিনেত্রী। তবু নিরাপদ দূরত্বেও তিনি অসহায়। লিখেছেন, শান্ত রাস্তা দিয়ে হাঁটার সময়ও মনে হয়, আমি ভূতের মতো চলছি। আমার মন পড়ে আছে আমার বাড়িতে— মা, ভাই, ভাতিজা-ভাতিজিরা আতঙ্কে দিন কাটাচ্ছে। পরবর্তী ক্ষেপণাস্ত্রটা যদি ওদের বাড়ির ওপরই পড়ে!

নিজের দেশ ইরানের প্রতি ভালোবাসা প্রকাশ করে মান্দানা জানান, ইরান বলতে আমি সরকার বা প্রশাসন বুঝি না। ইরান মানে আমার আমার দেশ, পরিবার ও আমার মানুষেরা। সেই ইরানই আজ মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।

এই পরিস্থিতিতে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, শুধু নীরব দর্শক না হয়ে প্রতিবাদে সরব হওয়ার। তিনি বলেন, আপনারা যদি কিছু না-ও করতে পারেন, অন্তত সম্মানটুকু দিন। যারা চোখের সামনে নিজের দেশটাকে ধ্বংস হতে দেখছে, তাদের যন্ত্রণাকে সম্মান করুন। এটা শুধু রাজনীতি নয়, এটা অসহনীয় বেদনার গল্প।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলতে রাজি নন বলেও জানান মান্দানা। তার ভাষায়, আমি আর কিছু বলতে পারি না। ব্যথা দিয়ে ভরা এ সময়টায় শুধু চাই, মানুষ অন্তত অনুভব করুক আমাদের যন্ত্রণার গভীরতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z8jk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন