তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার প্রস্তুতি নিয়েছেন। সেখানে এ প্রক্রিয়ার অংশ হিসেবে সপরিবারে এ তারকা দম্পতি এখন আমেরিকায় অবস্থান করছেন। তাঁদের আমেরিকা মিশন শুরু হয়েছে করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগেই। সবার আগে বিপাশা আমেরিকায় যান।
আর চলতি মাসে দুই সন্তানসহ তৌকীর আহমেদ গিয়ে বিপাশার সঙ্গে যোগ দেন। এখন তাঁরা নিউ ইয়র্কে অবস্থান করছেন। দেশ ছাড়ার আগে তৌকীর আহমেদ বলেন, ‘ছেলে-মেয়েদের পড়ালেখার কারণেই আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এখন ওদের স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করব। এরপর স্থায়ীভাবে থাকার জন্য যেসব শর্ত আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করব।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই আবার আমি দেশেও চলে আসব। মূলত আমি যাওয়া-আসার মধ্যেই থাকব। বিপাশা ওখানে সন্তানদের সঙ্গে অবস্থান করবে।
আমেরিকায় যাওয়ার আগে তৌকীর আহমেদ ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছিলেন।
এটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এ নাটকের শুটিং এখনো বাকি আছে। নাটকের শুটিং হয় তাঁর মালিকানাধীন ‘নক্ষত্রবাড়ী’ রিসোর্টে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন