English

31.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

‘যেখানে আমাদের কেউ চিনবে না’, সেখানে যেতে চান তিন খান

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ খান, আমির খান এবং সালমান খানকে প্রায়শই বলিউডের ‘শেষ তারকা’ বলা হয়। ১৯৯০ থেকে ২০১৬, প্রায় ২৩ বছরের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করেছেন তিন খান। তবে এখনও পর্যন্ত একসঙ্গে বড়পর্দায় তারা ছবি করেননি।

সারা বিশ্বে ছড়িয়ে থাকা তিন খানের অগুণতি অনুরাগীদের আজও আশা, যদি কখনও একটি ছবিতেও তারা হাজির হন! অনুরাগীদের সেই স্বপ্ন বাস্তবায়িত করার চিন্তাভাবনাও চলছে।

তবে শুধু পর্দায় নয়, বাস্তবেও একসঙ্গে একটি জায়গায় যেতে চান শাহরুখ, সালমান ও আমির। তিন খানের সেই ‘গোপন’ কথা প্রকাশ্যে আনলেন সালমান।

সম্প্রতি নেটফ্লিক্সে ‘কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোতে মরশুমের প্রথম অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানেই শোয়ের সঞ্চালন কপিল শর্মার সঙ্গে আলাপচারিতায় অভিনেতা জানান যে তিনি, শাহরুখ ও আমির একসঙ্গে একটি জায়গায় যেতে চান। তবে তারা এমন জায়গায় যাবেন যেখানে কেউ তাদের চিনতে পারবেন না।

তাদের তিনজনের একসঙ্গে ঘুরতে যাওয়ার এই পরিকল্পনা আমির খানের। যা শুনে শোয়ের সদস্য অর্চনা পুরান সিং হাসির ছলে বলেন, “পৃথিবীর এমন কোনও জায়গা নেই যেখানে তোমাদের কেউ চিনতে পারবেন না।”

তিন খানের এক ছবিতে অভিনয়ের গুঞ্জন নিয়েও প্রতিক্রিয়া জানান সালমান। কপিল যখন উল্লেখ করেন যে আমির খান সম্প্রতি সালমান এবং শাহরুখকে নিয়ে একটি ছবি করার কথা জানিয়েছেন। সঠিক চিত্রনাট্য খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন মি. পারফেকশনিস্ট। এই প্রেক্ষিতে সালমান বলেন “ওদের চেষ্টা করতে দিন। যখন হবে দেখা যাবে।”

প্রসঙ্গত, শাহরুখ ও সালমান ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ‘পাঠান’-এও অল্প সময়ের জন্য দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

অন্যদিকে, সালমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নয় দশকে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করেছিলেন আমির। কিন্তু বড়পর্দায় আজ পর্যন্ত কখনও একসঙ্গে হাজির হননি আমির-শাহরুখ।

আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। যদিও সেই দৃশ্যে ছিলেন না আমির খান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c61b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন