English

25.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

যে কারণে শাহিদ কাপুরকে বিয়ের আগে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন মীরা!

- Advertisements -

২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে ৩৪ বছর বয়সী শাহিদ কাপুরকে বিয়ে করেছিলেন মীরা রাজপুত। এরই মধ্যে তাদের বিয়ের ১০ বছর পার হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, শাহিদ কাপুরকে বিয়ের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন তিনি!

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর যখন মীরাকে বিয়ের খবর প্রকাশ করেছিল। তখন ভক্তরা বিস্তারিত জানতে অতিমাত্রায় তৎপর হয়ে পড়েছিল। মীরা জানান, আমার ভয় ছিল কেউ হয়তো আমার ফেসবুক অ্যাকাউন্টটিও হ্যাক করবে! আর সেই কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন তিনি। হঠাৎ করেই তার কাছে প্রায় ৩০০০ জনের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আর সেই সময় তার কাছে ৩০০০ ফ্রেন্ড রিকোয়েস্ট আসা মানে পুরো পৃথিবী যেন!

মীরা আরও জানান, আমি আর আমার বন্ধুরা বিচ্ছিন্নভাবে বড় হয়েছি। স্বীকার করতে দ্বিধা নেই, বিয়ের পর আমি একা হয়ে গিয়েছিলাম। কারণ আমরা জীবনের ভিন্ন পর্যায়ে ছিলাম সেই সময়। তিনি বলেন, সবার জীবনেই এই ভিন্ন ভিন্ন পর্যায় উপস্থিতি থাকে। আমার মনে হতো, আমার বন্ধুদের মতো যদি আমিও সময় কাটাতে পারতাম। বিয়ের পর যে অনেক বন্ধুর সঙ্গেই আর যোগাযোগ রাখতে পারেননি সে কথা স্বীকার করেন শাহিদপত্নী। তবে তা একেবারেই তার অনাগ্রহে নয়। বরং সময়ের অভাবে যোগাযোগ ছিন্ন হতে থাকে ধীরে ধীরে। খুব অল্প বয়সেই তার কাঁধে এসে পড়েছিল সংসারের দায়িত্ব। মীরা বলেন, আমার মনে হতো, ‘আমার বন্ধুরা স্নাতকোত্তর পড়ছে অথবা ওরা ঘুরে বেড়াচ্ছে’… কিন্তু জীবন খুবই আকর্ষণীয়। সংসার, সন্তান ও ঘুরে বেড়ানো।

মীরার বন্ধুরাও যে অনুযোগ করতেন, তা জানিয়েছেন শাহিদপত্নী নিজেই। বেশিরভাগ সময়ই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন না তিনি। মীরা বলেন, ওরা বলত- এ আবার কী, বিয়ে করে ফেলেছিস বলে আমাদের ভুলে যাবি? তিনি বলেন, আমি কী বলব! সত্যি, আমি ব্যস্ত, বাঁধা পড়ে গেছি। ওরা আমাকে নিশ্চয়ই বুঝতে পারেনি সেদিন। তবে যেভাবেই হোক, বন্ধুত্বটা টিকে গিয়েছিল। এখন বুঝতে পারে ওরা। কারণ সংসারী হয়েছে এখন ওরাও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y3fg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন