English

30.8 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

যে প্রশ্নে মন্তব্য নেই শাকিবের: মিমির প্রশ্ন, ‘বুবলী কে?’

- Advertisements -

নাসিম রুমি: সাবেক দুই স্ত্রী যেন শাকিব খানের পিছু ছাড়ছেই না। এই যেমন কলকাতায় গিয়েও ঢালিউড খানকে প্রশ্ন শুনতে হয়েছে, ‘তুফান’ সিনেমাটি চিত্রনায়িকা শবনম বুবলী দেখেছেন কি না। আর দেখে থাকলে রিয়েকশন কি?

আজ ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন শাকিব-মিমি।

সেখানে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে শাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন। মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন, ‘কোনো রিয়েকশন নেই’। এরপর প্রশ্নটির উত্তরে শাকিব বলেন, ‘প্রাসঙ্গিক প্রশ্নে ফিরি, মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি?’ সবশেষ এড়িয়ে যাওয়া প্রশ্নের উত্তরে বলেন, ‘আর কে দেখেছে, আমি ঠিক….’।

এ প্রশ্নটির পরই পুরো প্রেস কনফারেন্সে হাসির রোল পড়ে যায়। তবে মিমি চক্রবর্তী বারবার তাঁর পাশের জনকে জিজ্ঞেস করেছেন, ‘বুবলী কে?’

শাকিব-মিমি ছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী।

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিব খান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5s7y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন