অভিনয় করতে গিয়ে অনেকেই নানা সমস্যার শিকার হন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা আরও বেশি। বিভিন্ন সময় যৌন হয়রানির মুখেও পড়তে হয় তাদের। এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শোনালেন ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন।
সিরিয়ালে অভিনয় সঙ্গে জেসমিন জনপ্রিয়তা পেয়েছেন বিগ বস থেকে। এই অভিনেত্রী জানান, অডিশন দিতে গিয়ে পরিচালক তাকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলেছিলেন।
জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। হোটেলে গিয়ে তিনি দেখেন, আরও কয়েকজন তরুণী অপেক্ষা করছেন অডিশনের জন্য। প্রথমে সব কিছু স্বাভাবিক লাগলেও কিছুক্ষণ পর পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে।
জেসমিন বলেন, ‘প্রেমিক চলে যাচ্ছে আর আমাকে আটকাতে হবে- একন একটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়। আমি ভয়ে ভয়ে অভিনয় করছিলাম। কিন্তু পরিচালক কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছিলেন না। হঠাৎ তিনি হোটেলের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন এবং অন্য কিছু করানোর চেষ্টা শুরু করলেন।’
অভিনেত্রী বলেন, “পরিচালক তখন স্পষ্টতই মদ্যপ ছিলেন। আমি পরের দিন প্রস্তুতি নিয়ে আসতে চাই কিন্তু পরিচালক রাজি হননি। জোর করে বলেন, ‘আজই অভিনয় করতে হবে’। অভিনয় চলাকালীন আরও খোলামেলাভাবে অভিনয়ের নির্দেশ দেন এবং একপর্যায়ে হুমকিও দিতে থাকেন।”
সেই পরিস্থিতি থেকে কৌশলে বেরিয়ে আসেন জেসমিন। এরপর থেকে তিনি সিদ্ধান্ত নেন, আর কখনও হোটেল রুমে একা মিটিং করবেন না।
অন্য শিল্পীদের সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘অনেক সময় কাস্টিং কল নামে আসলে সেগুলো প্রকৃত নয়, বরং কিছু অসাধু মানুষের স্বার্থসিদ্ধি। তাই সবাইকে বৈধ ও নিরাপদ কাস্টিং কল চিনে নিতে সতর্ক থাকা থাকতে হবে।’