English

33 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

যৌন হয়রানির মামলায় টেইলর

- Advertisements -

নাসিম রুমি: এবার যৌন হয়রানির মামলায় নাম জড়ালো সময়ের শীর্ষ মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফটের। এই খবরে নড়েচড়ে বসেছে সারাবিশ্বে ছড়িয়ে থাকা শিল্পীর ভক্তরা। হলিউড অভিনেত্রী ব্লেক লাইভ নিউ ইয়র্কের আদালতে অভিনেতা-পরিচালক জাস্টিন বালডোনি এবং তার স্টুডিওর বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন, সেটে তাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। বালডোনিও অভিনেত্রী লাইভলির বিরুদ্ধে তার সুনাম ধ্বংস করার জন্য পাল্টা মানহানির মামলা করেন। তবে এ বছরের জুন মাসে তার মানহানির মামলাটি খারিজ হয়ে যায়। এই মামলাতেই টেইলর সুইফটের নাম জড়িয়েছে।

ইউএসএ টুডের এক প্রতিবেদন অনুসারে, এই মামলায় সুইফটের জড়িত থাকার কারণ হল, বালডোনি পরিচালিত এবং লাইভলি অভিনীত যে ছবিকে (ইট এন্ডস উইথ আস) কেন্দ্র করে মামলা হয়েছে তাতে সুইফটের ‘মাই টিয়ার্স রিকোচেট’ গানটি ছিল। যদিও এই গান ব্যতিত ছবিটির সঙ্গে সুইফটের কোন ধরনের সম্পৃক্ততা নেই। তারপরও তাকে যৌন হয়রানির এই মামলার সাক্ষী করা হয়েছে।

সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, এই সপ্তাহে পর্যালোচনা করা আদালতের নথি অনুসারে বালডোনির আইনি দল দাবি করেছে যে সুইফট পূর্বের পেশাদার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ২০ অক্টোবরের পরে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। সুইফটের একজন আইনজীবী বলেছেন, গ্র্যামি বিজয়ী এই গায়িকা মামলার সাক্ষ্য দিতে রাজি হয়েছেন এবং আদালত প্রয়োজন মনে করলে তিনি হাজির স্বশরীরে হবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o9bq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন