‘ধূমকেতু’ সাফল্যের মধ্যেই মুক্তি পেয়েছে রঘু ডাকাত ছবির টিজার। মুক্তি পেয়েছে একটি গানও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাই আবার পুরনো লুক ফিরিয়ে আনলেন দেব। খালি গায়ে একমুখ দাড়ি নিয়ে বিছানায় শুয়ে থাকা দেবকে দেখে নতুন করে ক্রাশ খেলেন সবাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে বিছানার ওপর শুয়ে রয়েছেন তিনি। হাতে রয়েছে শুধুমাত্র ঘড়ি। একমুখ দাড়ি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন অভিনেতা।
‘রঘু ডাকাত’ ছবির জন্য দীর্ঘদিন এমন বেশেই দেখা গিয়েছিল তাকে। যদিও সম্প্রতি ‘রঘু ডাকাত’ শুটিং শেষে ধূমকেতু ছবির প্রচারের জন্য তিনি ক্লিন শেভড হয়েছিলেন, কিন্তু আবার এই ছবিগুলির মাধ্যমে সেই পুরনো লুককে আবার তাজা করলেন তিনি।
দেবের এ ছবিগুলি দেখে এক কথায় যেন অভিনেতার প্রেমে পড়ে গেছেন ভারতের নারী ভক্তরা। একজন লিখেছেন, ‘বাবার বয়সী একজনের প্রেমে পড়ে যাচ্ছি দিন দিন কতটা নির্লজ্জ হলে এরকম হয়।’ অন্য একজন লিখেছেন, ‘টেম্পারেচার আবার বেড়ে গেল। সো হট।’
কেউ লিখছেন পরান যায় জ্বলিয়া রে, কেউ আবার লিখছেন রঘু এখন ল্যাদ খেতে ব্যস্ত আছে। কেউ আবার প্রশ্ন করছেন, দেবদা, কী হচ্ছে এটা? সব মিলিয়ে দেবের এই ছবি শহরে আবারও ছড়ালো উষ্ণতা।
প্রসঙ্গত, এ মুহূর্তে ‘ধূমকেতু’ ছবির গোটা টিম পালন করছেন সাফল্যের আনন্দ। দ্বিতীয় সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবিটি। পরিচালকের আশা, আগামী সপ্তাহে এই অর্থের অঙ্ক আরও কিছুটা বাড়বে।
তবে ধূমকেতু ছবি সফল হলেও এই মুহূর্তে দেব এবং শুভশ্রীর মধ্যে আবারও তৈরি হয়েছে সমস্যা। কিছুদিন আগেই একটি সাক্ষাৎকার দেব বলেছিলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে হয়তো শুভশ্রীকে তিনি ‘ধূমকেতু’-র জন্য বেছে নিতেন না। যেহেতু শুভশ্রী মা হয়ে গিয়েছেন তাই সেই ইনোসেন্ট কোথাও হারিয়ে গিয়েছে। দেবের এই কটাক্ষের জবাব দিতে পিছপা হননি শুভশ্রীও।