English

28.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

রণবীরের পরামর্শ নিতে যে কাণ্ড ঘটান দীপিকা

- Advertisements -

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার স্বামী রণবীর সিংয়ের কাছ থেকে কীভাবে পরামর্শ নেন তার একটি ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী-স্ত্রী জুটিকে নিয়ে একটি মজার মিম শেয়ার করেন অভিনেত্রী।

সেই পোস্টে দেখা যাচ্ছে, একটি বানর তার কানের কাছে একটি ফোন ধরে আছে। তাতে লেখা আমি আমার স্বামীকে ফোন করে এমন কিছু বিষয়ে তার মতামত জানতে চাইছি, যার বিষয়ে আমি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তবে আমি চাই যে, কিছু ভুল হয়ে গেলে তিনি এ সিদ্ধান্তে জড়িত থাকুন।

হাসি মুখের ইমোজি দিয়ে শেয়ার করা পোস্টটি রণবীর সিংকেও ট্যাগ করে দিয়েছেন দীপিকা। এর আগেও এমন একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। আগের পোস্টে তিনি রণবীরের ফোনের অভ্যাসগুলো একটি হাস্যকর ছবি দিয়ে প্রকাশ করেছিলেন, যাতে একই জায়গায় একটি পায়রাকে বেপরোয়াভাবে হাঁটতে দেখা গেছে।

গত বছর মেয়ে দুয়াকে স্বাগত জানানোর পর সম্প্রতি বাবা-মা হিসেবে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন এ দম্পতি। মেয়ে আসার পর, তার জন্মের খবর দিয়ে এ তারকা দম্পতি ইনস্টাগ্রামে লিখেছিলেন ও আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে। দীপিকা ও রণবীর।

উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি অ্যাটলির আসন্ন সিনেমায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন। সান পিকচার্সের সম্ভাব্য সিনেমার নাম AA22xA6 রাখা হয়েছে। এটি অর্জুনের সঙ্গে দীপিকার প্রথম কাজ। এবং অ্যাটলির সঙ্গে এটি দ্বিতীয়। তিনি এর আগে পরিচালকের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছিলেন, যেখানে শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এবার আল্লু অর্জুনের সঙ্গে AA22xA6 সিনেমা নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন।

অন্যদিকে রণবীর সিংয়ের পরবর্তী কাজ আদিত্য ধরের ধুরন্ধর সিনেমা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেতার ফার্স্ট লুক। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এ সিনেমাটি। আদিত্য ধর পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্তঅক্ষয় খান্নাআর মাধবন এবং অর্জুন রামপাল। তাকে শেষ দেখা গিয়েছিল রোহিত শেট্টি পরিচালিত সিংঘম এগেইন সিনেমায়। সেখানে অজয় দেবগনকারিনা কাপুরদীপিকা পাড়ুকোনঅক্ষয় কুমারটাইগার শ্রফ প্রমুখ অভিনয় করে

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x5a7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন