English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

রণবীর-আলিয়ার সংসারে অশান্তি, শাহরুখের শরণাপন্ন…

- Advertisements -

নাসিম রুমি: একদিকে অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়ায় রোজই নতুন নতুন খবর। নিন্দুকরা তো অপেক্ষায় রয়েছেন, কবে তাদের ডিভোর্স হবে। মায়ানগরী যখন এসবে গুঞ্জনে ব্যস্ত। ঠিক সেই সময়ই আচমকা শাহরুখের বাড়ি গিয়ে হাজির রণবীর কাপুর ও আলিয়া ভাট! শাহরুখকে সামনে পেয়ে, আলিয়ার একের পর এক নালিশ স্বামী রণবীরকে নিয়ে। আর শাহরুখ, আলিয়ার সবটা শুনলেন। আর দিলেন স্পেশাল দাম্পত্যের টিপস!

ভাবছেন এ আবার কেমন কাণ্ড? ছোট্ট রাহাকে নিয়ে তো ভালোই চলছে রণলিয়া সংসার। তাহলে হঠাৎ এমন কী হল, যার জন্য এমন পরিস্থিতি!ব্যাপারটা একেবারেই বিজ্ঞাপনী প্রচার। যেখানে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমার ডাক্তার জাহাঙ্গিরের অবতারে শাহরুখ। আর ‘গলি বয়’ সিনেমার সইফিনা অবতারে হাজির আলিয়া।

অন্যদিকে, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির ছটফটে বনি সাজলেন রণবীর আর এই তিন চরিত্র নিয়েই নতুন বিজ্ঞানে এসব টিপস দেওয়া-নেওয়া। একটি ইস্পাত সংস্থার বিজ্ঞাপনেই এমন রূপে ফিরেছেন শাহরুখ, আলিয়া ও রণবীর। নেটপাড়া তো বলছে, এই তিনজনকে নিয়ে হয়ে যাক ‘ডিয়ার জিন্দেগি ২’!

শাহরুখ এখন ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা ‘কিং’-এর সিনেমার শুটিংয়ে। অন্যদিকে, রণবীরের হাতে রামায়ণ ও অ্যানিম্যাল পার্ক। রয়েছে বনশানির লাভ অ্যান্ড ওয়ার সিনেমাও। আলিয়ার ‘জিগরা’ সেভাবে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। রণবীরের সঙ্গে আলিয়াও ব্যস্ত রয়েছেন বনশালির নতুন সিনেমার শুটিংয়ে। তার মাঝে এমন বিজ্ঞাপন কিন্তু এই তিনজনের নতুন রসায়নের ইঙ্গিত দেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1og6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন