English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

রাক্ষস-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, ভায়োলেন্সের সীমা ছাড়াবেন সিয়াম

- Advertisements -

নাসিম রুমি: শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি এবার হাজির হচ্ছেন আরও এক অন্ধকার ও ভয়ংকর গল্প নিয়ে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক; যেখানে মূখ্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

কয়েক সেকেন্ডের এই ঝলকটি দেখে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন। তবে কি ‘বরবাদ’-এর চেয়েও বড় কোনো ‘ভায়োলেন্স’ আসছে পর্দায়?

এই সিনেমার ফার্স্ট লুকে দেখা যায় এক অবিশ্বাস্য ও বীভৎস দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। তার মাঝে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দণ্ডায়মান নায়ক সিয়াম আহমেদ। এক হাতে চাইনিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল নিয়ে তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। সিয়ামের চোখেমুখে ফুটে ওঠে এক ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল। যা স্পষ্ট করে ‘রাক্ষস’ মোটেও কোনো সাধারণ ধারার সিনেমা নয়।

এদিকে বুধবার এফডিসিতে রাক্ষস-এর ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। বলেন, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্স হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।

‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শোনা যাচ্ছে, দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ।

শুরুতে অনেকের ধারণা ছিল ‘বরবাদ’-এর পর হয়তো নির্মাতারা কিছুটা নমনীয় গল্পের দিকে ঝুঁকবেন। কিন্তু ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর সব জল্পনা বদলে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স এবং অন্ধকার জগতের এমন এক সীমানা ছুঁতে চলেছেন, যা ঢাকাই চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ngdg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন