English

27.8 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
- Advertisement -

রাতভর সালমানের পার্টিতে কি ঘটেছিলো?

- Advertisements -

নাসিম রুমি: ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক ছবি ‘লাকি: নো টাইম ফর লাভ’–এর শুটিং চলাকালীন এক মজার ঘটনা মনে করলেন ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপরু।

সম্প্রতি হিন্দি রাশ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানান, শুটিংয়ের সময় সালমান খান একটি পার্টি দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত রাশিয়ার একটি টেকনিক্যাল টিমও।

পরিচালক তাদের আগেই সাবধান করেছিলেন, “সকালবেলা কাজে আসতে হলে, এই পার্টিতে যেও না। এটা সালমান খানের পার্টি—খুব সহজ নয়!”

কিন্তু রুশ কর্মীরা মানতে নারাজ ছিলেন। বলেন, “আমরা রাশিয়ান। আমাদের মদ খাওয়ায় কেউ হারাতে পারবে না।” সেই আত্মবিশ্বাস নিয়ে তারা হাজির হন পার্টিতে।

শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদ্যপান। তাঁরা প্রমাণ করতে চাইছিলেন, রাশিয়ানদের মতো মদ্যপান কেউ পারে না। কয়েকঘণ্টার মধ্যেই তাদের মাথা ঘুরতে থাকে।

রাধিকা বলেন, ‘কিছু লোক সিঁড়ি দিয়ে গড়িয়ে নামছিলেন, কেউ আবার ওখানেই মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন। পরের দিন যখন তাঁরা সেটে এলেন, মাথা ধরে বেশিরভাগ শুয়ে রইলেন। রাশিয়ানরা অত্যন্ত পেশাদার। তাই শুটিং বন্ধ থাকবে এইরকম একটা কারণে, এটা মেনে নিতে পারেননি।’

অথচ সালমান একদম সময়মতো শুটিং সেটে হাজির, পুরোপুরি ফিট আর একেবারে ফুরফুরে। রুশ কর্মীরা নিজেরাই স্বীকার করেন, ‘তার শরীরে একটুও হ্যাংওভার ছিল না। আমরা সবাই নাস্তানাবুদ, আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে। সত্যিই কথা বলে সালমানকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিল সেদিন সকালে।’

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিটি মুক্তি পায়। যেখানে সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী স্নেহা উল্লালকেও। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন অভিনেত্রী। সালমান করেছিলেন আদিত্যর চরিত্রে অভিনয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন