English

33 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫
- Advertisement -

রানী মুখার্জির জবাব

- Advertisements -

বলিউড তারকা রানী মুখার্জি। একসময় পর্দায় অহরহ দেখা গেলেও আজকাল অনিয়মিতই বলা চলে এই অভিনেত্রীকে। স্বামী, সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটান তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’- নামক একটি সিনেমা। চলচ্চিত্রটির কারণে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।

তবে ভারতে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জ্যাকব ফ্রাইডেনলুন্ড এ ছবি নিয়ে একটি বিবৃতি জারি করেছেন। যেখানে তার দাবি, ছবিটি একটি সত্য ঘটনার ‘কাল্পনিক উপস্থাপনা’, যাতে রয়েছে কিছু বাস্তবিক ভুল। এরপরই তাকে সম্মুখীন হতে হলো রানীর জবাবের। এ প্রসঙ্গে রানী বলেন, প্রত্যেকেরই নিজস্ব মতামত রাখার অধিকার রয়েছে। এই ছবিটি আসলে কাউকে অপমান করার জন্য তৈরি করা হয়নি।

এটি একটি মায়ের গল্প যা অনেক লোককে বলা এবং দেখানো দরকার ছিল। বিশ্বে এই ধরনের গল্পগুলো সম্পর্কে মানুষের সচেতন হওয়া দরকার। তিনি আরও বলেন, এটি একটি সত্য গল্পের অবলম্বনে তৈরি। এবং ছবিটির অভিপ্রায় যে মতামত দেয়া হয়েছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। এটা একটা মায়ের জার্নি। গল্পটি নির্মিত হয়েছে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো মিসেস চ্যাটার্জি ও নরওয়ের নানা ধরনের অসঙ্গতি কার্যক্রম নিয়ে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন