নাসিম রুমি: অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে চলচ্চিত্রপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করে চলেছেন হালের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি। এবার দেখা যাবে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরবর্তী সিনেমায়।
সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘প্রেশার কুকার’। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী রোজার ঈদেই ছবিটি মুক্তি পেতে পাবে। এ বিষয়ে জানতে চাইলে বুবলী গন্যমাধ্যমকে জানান, এ ছবিতে আমার চরিত্রটি আমার মনের মতো হয়েছে। এমন চরিএে আমি ইতিপূর্বে কখনো অভিনয় করিনি। আর রাফি ভাই তো অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা। উনার ছবিতে সুযোগ পেয়ে খুব ভাললাগছে।
তিনি আরও বলেন আনেক দিনের স্বপ্ন ছিলো রাফি ভাইয়ের নির্মিত ছবিতে অভিনয় করা। এদিকে, বুবলীর ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে অনুষ্ঠিত সাকরাইন উৎসবে। সিনেমাটির গল্প ও চরিত্রগুলো তৈরি করা হয়েছে পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনচিত্রকে কেন্দ্র করে। এতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে বুবলীকে।
