English

28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

রাহুল গান্ধীকে ‘জিম ট্রেনার’ বলে আক্রমণ কঙ্গনার

- Advertisements -

বলিউড অভিনেত্রী ও ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের নিশানায় পরিণত হলেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সংসদের ভেতরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তিকে কেন্দ্র করে রাহুলকে এক হাত নিলেন অভিনেত্রী। ওই ঘটনায় সংসদের মধ্যেই বিজেপির সংসদ সদস্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হন। ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনের মকর দ্বারের সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাহুল। এই বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা।

রাহুলকে কড়া ভাষায় কটাক্ষ করলেন কঙ্গনা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “খুব লজ্জাজনক ঘটনা। আমাদের একজন সাংসদের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। ওদের (কংগ্রেস) সহিংসতা আজ সংসদ পর্যন্ত পৌঁছে গেছে।”

এমনকি রাহুলকে ‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, রাহুল নাকি সাংসদে এসেও নিজের পেশির জোর দেখান।

কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “সংসদে বিজেপির সংসদ সদস্যের উপর রাহুল গান্ধী হামলা করেছেন। এই লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনও ‘জিম ট্রেনার’। এবার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনও সম্মান নেই।”

ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেডকর-মন্তব্য থেকে। এ দিনের ঘটনায় মাথায় চোট পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল। তার পর আহত সংসদ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়। ষড়ঙ্গী বলেন, “রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের উপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/umj9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন