কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে নিয়ে প্রকাশ হতে যাচ্ছে এক অনন্য উপন্যাস ‘মায়ার সিংহাসন’। কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদিরের লেখা এই বিশেষ গ্রন্থটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।
প্রকাশনা সংস্থার সূত্রে জানা গেছে, আগামী ১৭ নভেম্বর পাঠকদের হাতে পৌঁছাবে বইটি। এতে শুধু রুনা লায়লার সংগীতজীবনের গল্প নয়, উঠে এসেছে এক নারীর শিল্পযাত্রার অনন্ত আবেগ, সময়ের রূপান্তর, সুরের গভীরতা এবং আত্মঅন্বেষণের প্রতিচ্ছবি।
লেখক আবদুল্লাহ আল মুক্তাদির জানান, রুনা লায়লার কণ্ঠে যখনই গান শুনেছেন, মনে হয়েছে যেন সময় থেমে গেছে চারপাশে শুধু সুর, মায়া ও স্মৃতির তরঙ্গ। সেই অনুভব থেকেই জন্ম নেয় ‘মায়ার সিংহাসন’। এটি কেবল জীবনীধর্মী উপন্যাস নয়; বরং এক ধরনের “গীতি-উপন্যাস”, যেখানে সুর, শব্দ আর মানবমনের অন্তর্লোক মিশে গেছে এক অদ্ভুত সুরভ্রমণে। উপন্যাসে লেখক শব্দ দিয়ে ছুঁয়ে দেখেছেন সুরের অমোঘ রহস্য, তুলে ধরেছেন রুনা লায়লার গানে লুকিয়ে থাকা প্রেম, একাকিত্ব, আকাশছোঁয়া সাফল্য এবং সময়ের আবেশময় রং।
চন্দ্রবিন্দু প্রকাশনের কর্ণধার জানিয়েছেন, ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে এক নতুন ধারা যোগ করবে। এটি এমন এক শিল্পিত উপন্যাস, যেখানে সংগীতই হয়ে উঠেছে মূল চরিত্র। বইটি শুধু রুনা লায়লার সংগীতজীবনের প্রতি শ্রদ্ধা নয়; বরং তাঁর সুরের মায়াজালকে সাহিত্যের পরতে পরতে ধারণ করবে। পাঠক এখানে খুঁজে পাবেন সুরের ভেতর লুকানো মনের গল্প, এক শিল্পীর একান্ত অনুভূতির ছোঁয়া এবং সেই চিরচেনা মায়া, যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে থাকবে অম্লান স্মারক হয়ে।’
এদিকে বাংলা সংগীত জগতের বরেন্য সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ সংগীত যাত্রার ৬০ বছর পূর্তি করেছেন গত বছর। এ উপলক্ষে সম্প্রতি বেসরকারি টেলিভিশন মাছরাঙায় প্রচার হয়েছে অনুষ্ঠান ‘স্টার নাইট’ এর এক বিশেষ পর্ব।
এতে রুনা লায়লা তাঁর জীবনের নানা গল্প, স্মৃতি, অভিজ্ঞতা তুলে ধরেছেন। ভারতের ও পাকিস্তানের খ্যাতনামা শিল্পী সুরকারদের কাছ থেকেও শোনা গেছে রুনা সম্পর্কে তাদের মতামত। এ ছাড়া দেখা গেছে তাঁর ব্যক্তিগত অ্যালবামের কিছু দুর্লভ ছবি, প্রিয় গান, প্রিয় শিল্পীদের স্মৃতিচারণ।
