নাসিম রুমি: একসময় নিয়মিত ভারতীয় সিনেমায় কাজ করা সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া এখন যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন। হলিউডে নিজের ক্যারিয়ার গড়ার দিকেই এখন বেশি মনোযোগ তার। তবে প্রায় ছয় বছর আবার ভারতীয় সিনেমায় হাজির হচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমায়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজামৌলির নাম ঠিক না হওয়া সিনেমার জন্য বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকা পাচ্ছেন প্রিয়াঙ্কা! রাজামৌলির অন্য কোনো সিনেমার নায়িকা আগে এত পারিশ্রমিক পাননি। হিন্দি সিনেমার নায়িকাদের যা পারিশ্রমিক হয়, এটা তারও প্রায় দ্বিগুণ।
তার এই সিনেমায় আছেন দক্ষিণী তারকা মহেশ বাবু। সিনেমার বাজেট এক হাজার কোটি রুপি!
সিনেমার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এ কারণেই এত দেরিতে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে। তিনি নিজের পারিশ্রমিকের বিষয়ে একচুলও ছাড় দিতে রাজি ছিলেন না। আর কেনই-বা ছাড় দেবেন? শুধু পুরুষ তারকারাই কেন বড় অঙ্ক পাবেন?’ ছবিটি শুটিং শুরু হবে ডিসেম্বরে প্রথম দিকে।
প্রিয়াঙ্কার আগে দীপিকা পাড়ুকোন ছিলেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য তিনি নিয়েছেন ২০ কোটি রুপি। আলিয়া ভাট ছবিপ্রতি ১৫ কোটি, আর কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদভানি, নয়নতারা, সামান্থা রুথ প্রভুদের পারিশ্রমিক ১০ কোটি রুপির আশপাশে। এবার তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কা ভারতে সবশেষ ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় অভিনয় করেছিলেন।
