দেশের দুই রক স্টার জেমস ও হাসানকে নিয়ে লন্ডনে আয়োজিত হচ্ছে একটি বিশেষ কনসার্ট। যেখানে একসঙ্গে দুটো বিষয় যুক্ত রয়েছে। একটি বানভাসি মানুষ, অন্যটি নতুন বাংলাদেশ।
২২ সেপ্টেম্বর লন্ডন রয়েল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত এই কনসার্টের নাম ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’! যদিও এটির মূল উদ্দেশ্য বানভাসি মানুষের জন্য তহবিল সংগ্রহ।
এদিকে এই কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে নিশ্চিত করেছেন জেমস ও হাসান।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন জেমস ও হাসান। ২২ সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ফের ঢাকায় ফিরবেন জেমস।
‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’-এর আয়োজক আইওএন টিভি। এর মধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি।
এদিকে জানা গেছে, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে জেমস ও হাসানের এটাই প্রথম কোনও বিদেশ সফর হতে যাচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9tbp