সেই সময় চুপ ছিলেন ললিতও। তবে পরবর্তীতে ললিত মোদীর বিষয়ে স্পষ্ট উত্তর দেন সুস্মিতা। জানান, সেটি শুধুই একটি অধ্যায় ছিলো।
এদিকে, ললিত মোদীর সঙ্গে ছবি ভাইরাল হবার পর সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ তকমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিমস প্রকাশ করা হয় যা সেই সময় বেশ আলোড়ন ফেলেছিল। এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, তাকে নিয়ে তৈরি সব মিমস তিনি উপভোগ করছেন। তবে তার মতে, কাউকে যদি ‘গোল্ড ডিগার’ বলা হয়, তবে তাকে যেন ব্যক্তিগত স্বার্থে বা প্রচারের জন্য ব্যবহার না করা হয়। তিনি আরও জানান, সোনার চেয়ে হীরাকে বেশি পছন্দ করেন তিনি।