মুক্তি পেয়েছে জনপ্রিয় সুফি ঘরানার কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ এর নতুন গানের মিউজিক্যাল ফিল্ম “ছাড়াছাড়ি”। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন আবিদ রনি। গানটির গীতিকবিতাটি লেখার পাশাপাশি এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন মেধাবী চলচিত্র নির্মাতা মিজানুর রহমান লাবু। গানটি মুলত সুফি ঘরানার একটি গান। যা কণ্ঠশিল্পী পারভেজ এর গায়কীতে আরও ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান রুশদা ফিল্মস প্রযোজিত ভিন্ন ঘরানার এই মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন – মঈন খান, আইরিন আফরোজ, শিল্পী সরকার অপু, ফারুক আহমেদ, শামীম, সিয়াম নাসির প্রমুখ। নৃত্য পরিচালনা করেছেন প্রিন্স খান।
“ছাড়াছাড়ি” শিরোনামের নতুন এই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রুশদা ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান লাবু বললেন – এইরকম সুফি ঘরানার সেমি ক্লাসিক গান আমার বিশেষ পছন্দ। অসাধারণ সুর করেছেন আবিদ রনি, আর পারভেজ এর গায়কীর তো তুলনাই হয়না। সবমিলিয়ে এই গানটিতে আমি মুগ্ধ। গানটি সবার ভালো লাগবে, এটা আমার বিশ্বাস।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/c25o
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন