English

30.9 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
- Advertisement -

লায়লা নাচে, রাজ্জাক ক্যানভাস করে আর সালমান পকেট মারে!

- Advertisements -

এবার একটি একক নাকটে একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ‘রঙ্গিলা’ শিরোনামের বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর। নাকটিতে ক্যানভাসার রাজ্জাক চরিত্রে মোশাররফ, পকেটমার সালমান চরিত্রে নিলয় ও ডান্সার লায়লা চরিত্রে অভিনয় করেছেন হিমি।

নির্মাতা জানান, এতে দেখা যাবে গ্রামে-গঞ্জে হিমি নাচে, মোশাররফ করিম ক্যানভাস করে আর সেই ফাঁকে দর্শকদের পকেটমারে নিলয়। এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা।

হিমি বলেন, ‘আমাদের এই ফন্দি ভালোই চলছিলো। প্রচুর ইনকাম। কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক-সালমান দু’জনেই প্রেমিকা হিসেবে চায়! শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শক।

তবে আমি বলবো, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো একটা কাজ করলাম। শুটিংয়ের সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশাররফ ভাই। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন কাজটি।’

নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী। তিনি জানান, শিগগিরই ‘রঙ্গিলা’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i7vn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন