English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন যুদ্ধ

- Advertisements -

নাসিম রুমি: ‘বোমার পিনটা খুব সাবধানে বন্ধ করে রাখতে হয়, না হলে দুর্ঘটনাবশত বিস্ফোরণে সব উড়ে যেতে পারে!’ এই সংলাপ দিয়েই শুরু হয়েছে অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ এর দ্বিতীয় ট্রেলার।

এই সংলাপের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, একটা ব্যক্তিগত লড়াইয়ের গল্প। যেখানে একজন প্রাক্তন বিপ্লবী খুঁজছেন তাঁর হারিয়ে যাওয়া মেয়েকে। কিন্তু সেই খোঁজ তাঁকে ঠেলে দেয় অস্তিত্বের আরও গভীরে– যেখানে পরিবার, অতীত, বিশ্বাসঘাতকতা আর রাজনীতি একসঙ্গে মিশে গেছে।

‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। ছবির গল্প নেওয়া হয়েছে টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনিল্যান্ড’ থেকে।

তবে নির্মাতারা জানিয়েছেন, এ ছবিটি পুরোপুরি মৌলিক এবং এর আবেগ-রাজনীতি-প্রতিরোধের ছাপ ভিন্ন এক মাত্রায় পৌঁছে দেবে দর্শককে। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডিক্যাপ্রিও অভিনীত ‘বব ফার্গুসন’ চরিত্রটি এক সময়ের সক্রিয় বিপ্লবী। কিন্তু সময় বদলেছে এবং সেই সঙ্গে পাল্টে গেছে সঙ্গীরাও। ফার্গুসন তাঁর মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর বাধ্য হন পুরোনো সঙ্গীদের কাছে যান, তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন, তারাও এমন কোনো না কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন। বলা যেতে পারে অভিনেতার এটা নতুন যুদ্ধ।

‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিতে আরও অভিনয় করেছেন রেজিনা হল, তেয়ানা টেলর, চেজ ইনফিনিটি ও বেনিসিও ডেল তোরোর মতো অভিনেতারা। প্রত্যেকেই ছবির নানা স্তরে আবেগ, বিদ্রোহ ও দ্বিধা প্রকাশে সহায়তা করেছেন।

জানা গেছে, ছবিটি চলতি বছরের কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ না নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বরে মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lq9g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন