English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

লিভ ইন সম্পর্কের করুণ কাহিনি বললেন ফ্লোরা

- Advertisements -

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই খোলামেলা বলিউড অভিনেত্রী ফ্লোরা সাইনি। ২০১৮ সালে যখন বলিউডে মিটু আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ফ্লোরা। এবার  প্রাক্তনের হাতে নির্যাতনের ভয়ংকর কাহিনি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

ফ্লোরা জানান, পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন তিনি।

প্রাক্তন প্রেমিক তথা প্রযোজক গৌরাঙ্গ দোশির হাতে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, প্রেমের ফাঁদে পা দিয়ে ঘর ছেড়েছিলেন তিনি। কারণ প্রেমিক বলেছিলেন, ভালোবাসলে তা প্রমাণ করে দেখাতে হবে।

শুরুতে ফ্লোরার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করতেন গৌরাঙ্গ। শ্রদ্ধা ওয়াকারের হত্যা সম্পর্কে বলতে গিয়ে নিজের অতীত ঘেঁটে দেখলেন ফ্লোরা। জানান, প্রযোজক প্রেমিক তাঁর ফোন পর্যন্ত কেড়ে নিয়েছিলেন, যাতে পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে না পারেন।

ফ্লোরা বলেন, ‘বাবা-মায়েরা আগেভাগে বুঝতে পারেন, জানেন। শ্রদ্ধার ক্ষেত্রেও ঘটেছিল। প্রথমে ওরা আপনার থেকে আপনার পরিবারকে আলাদা করে দেবে। আমিও বাড়ি ছেড়েছিলাম। ওর সঙ্গে থাকতে শুরু করার এক সপ্তাহের মধ্যে আমাকে মারধর শুরু করে। আমি বুঝতেই পারতাম না কেন হঠাৎ করে আমাকে মারছে, কারণ আমি ভাবতাম ও খুব ভালো একজন মানুষ। ’

এরপর অভিনেত্রী আরো যোগ করেন, প্রেমিকের সঙ্গে থাকতে বাড়ি না ছাড়তে বারবার অনুরোধ করেছিলেন বাবা-মা, তবে তিনি কথা শোনেননি জেদের বশে। সেটা ভুল সিদ্ধান্ত ছিল, কয়েক দিনের মধ্যেই বুঝে যান ফ্লোরা।

প্রযোজক প্রেমিককে ছেড়ে চলে যেতে চাইলে হুমকির মুখে পড়তে হয়েছিল ‘ফুলওয়া বৌদি’কে। নায়িকার কথায়, গৌরাঙ্গ দোশি হুমকি দিয়েছিলেন ‘আমার ঘর ছাড়লে তোমার বাবা-মাকে মেরে ফেলব। ’

ফ্লোরা বলেন, ‘একদিন রাতে মেরে আমার চোয়াল ভেঙে দিল। এরপর নিজের বাবার ছবি হাতে নিয়ে বলল, বাবার নামে শপথ করে বলছি, আজ রাতেই তোকে শেষ করে দেব। সে সময় আমার মায়ের আওয়াজটা কানে বাজছিল। ও পেছন ঘুরতেই আমি দৌড়াতে শুরু করি। ভাবিনি আমার শরীরে পোশাক আছে কি নেই, আমার কাছে টাকা-পয়সা আছে কি নেই! শুধু দৌড়েছিলাম, ফিরে তাকায়নি। ’

পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনো লাভ হয়নি। কারণ ততক্ষণে প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলেছেন পুলিশ কর্মকর্তা, সাক্ষাৎকারে বলেন ফ্লোরা। পরে প্রযোজক গৌরাঙ্গ দোশির বিরুদ্ধে ফ্লোরা হাতে লেখা অভিযোগ দায়ের করেছিলেন ঠিকই, তবে মামলা এগোয়নি।

কলকাতার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন ‘গন্দি বাত’ খ্যাত অভিনেত্রী। ‘ফুলওয়া বৌদি’ হিসেবে ‘দুপুর ঠাকুরপো’র তিন নম্বর সিজনে দেখা মিলেছিল ফ্লোরার।

ওয়েব সিরিজের পাশাপাশি ‘দাবাং ২’, ‘স্ত্রী’, ‘লক্ষ্মী’, ‘ধনক’-এর হিন্দি ছবিতেও কাজ করেছেন ফ্লোরা। ‘স্ত্রী’ ছবির ভূতনি হিসেবে দর্শকদের নজর কাড়েন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7qon
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন