নাসিম রুমি: বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয় অঙ্গনে বরাবরই সফল হলেও ব্যবসায় ঠিক উল্টোপিঠ দেখলেন এ অভিনেত্রী।
দীপিকা তার প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ নিয়ে স্বপ্নের জাল বুনেছিলেন। শুরুর দিকে লাভও এসেছিল কিছুটা।
কিন্তু গত অর্থবছরের সব হিসাব উল্টে দিল। ব্র্যান্ডটি এক বছরে লোকসান গুনেছে প্রায় ১২.৩ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যমের খবর, দীপিকার ব্র্যান্ডের আয় কমেছে হু হু করে। আগের বছরের ২১.২ কোটি রুপির জায়গায় এবার আয় নেমে এসেছে ১৪.৭ কোটিতে।
খরচ কমানো, মার্কেটিং বাড়ানো—সব চেষ্টা করেও লাভের মুখ দেখা যায়নি। তবে পরের বছর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে ব্র্যান্ড কর্তৃপক্ষ।
তবে দীপিকার সহঅভিনেত্রী ক্যাটরিনা কাইফ ব্যবসায় পুরো উল্টো অভিজ্ঞতা পাচ্ছেন। তার ‘কে-বিউটি’ ব্র্যান্ড ২০১৯ সালে শুরু হলেও এখন দারুণ লাভের মুখ দেখছে।
গত অর্থবছরে ক্যাটরিনার ব্র্যান্ডের লাভ বেড়েছে ৪৫ শতাংশ!
এ ছাড়াও মাত্র দুই বছরের নবীন ব্র্যান্ড নিয়েও বাজিমাত করেছেন কৃতি স্যানন। তার ‘হাইফেন’ ইতোমধ্যেই আয় করেছে ৪০০ কোটি রুপি।
চুল পরিচর্যার ব্র্যান্ড ‘অ্যানোম্যালি’র মালিক প্রিয়াঙ্কা চোপড়া। ২০১১ সালে এই ব্র্যান্ড শুরু করেছিলেন তিনি। ২০২৩ সালে এই ব্র্যান্ডের মাধ্যমে বিশেষ নজির গড়েছিলেন অভিনেত্রী।
২০২৪ সালে লেডি গাগার ব্র্যান্ডকেও ছাপিয়ে গিয়েছিল ‘অ্যানোম্যালি’।
বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন আনুশকা শর্মা। কিন্তু তার পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ নিয়ে ব্যস্ত তিনিও।
প্রসঙ্গত, মা হওয়ার পর কাজে ফেরা নিয়ে দীপিকাকে ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছে। তিনি ৮ ঘণ্টা শিফটের দাবি তোলায় অনেক ভালো ভালো ছবি থেকে তাকে বাদ পড়তে হয়েছে। তিনি নিজেও সরে এসেছেন বেশ কিছু ছবি থেকে।
