English

33.1 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
- Advertisement -

শরতের আবহে মিমের মুগ্ধতা

- Advertisements -

নাসিম রুমি: এসে গেছে ঋতুরানী শরৎ। কাশফুলের শুভ্রতায় যখন প্রকৃতি নতুন সাজে সেজেছে, তখন সেই সৌন্দর্যের সঙ্গে তাল মেলালেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। এক ফটোশুটে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন এই তারকা।

বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ও একগুচ্ছ ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। ভিডিওতে দেখা যায়, কাশবনের মাঝ দিয়ে হাঁটছেন মিম। পরনে কমলা রঙের শাড়ি, যার ওপর রয়েছে সূক্ষ্ম সোনালি কাজ।

ছবিগুলোতেও ছিলো তার একই সাজ। কখনো কাশবনে, কখনো সবুজে ঘেরা পথ ধরে, হাতে ধরা লাল গোলাপ নিয়েও ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

বলা বাহুল্য, মিমের এই লুক ও ভঙ্গিমা ভক্তদের নজর কেড়েছে। কেউ লিখেছেন, ‘প্রকৃতির সঙ্গে মিম মানেই পরিপূর্ণ সৌন্দর্য।’ আরেকজনের মন্তব্য, ‘শরতের রানী মিম, কমলা রঙে অনবদ্য।’

শরৎকাল এলেই নতুন লুকে ভক্তদের চমক দেন মিম। এ বছরও তার ব্যতিক্রম হলো না। মিমের এই ফটোশুট ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে তার ভক্তমহলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dpiq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন