English

34 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

শরীর নিয়ে লজ্জার কী আছে: রাধিকা

- Advertisements -
পর্দায় দর্শকরা সাহসী দৃশ্যে দেখে থাকেন রাধিকা আপ্তেকে। এবার সেই সাহসী দৃশ্যে অভিনয় এবং শরীর নিয়ে কথা বলেছেন রাধিকা। কিভাবে সুন্দর ও সাবলীলভাবে সাহসী দৃশ্যে অভিনয় করেন, এ প্রশ্ন করা হয় রাধিকাকে। জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না শরীরের কোনো কিছু নিয়ে লজ্জার কিছু আছে।’

রাধিকা বলেন, ‘সবচেয়ে খারাপ যে বিষয়টি সমাজ আমাদের ওপর চাপিয়ে দিয়েছে, সেটি হলো শরীর নিয়ে লজ্জা। আমার মনে হয় না শরীর নিয়ে লজ্জা পাওয়ার কিছু আছে। আমরা তো এই শরীর নিয়েই পৃথিবীতে এসেছি, এটা আমাদের যন্ত্র। একে লজ্জা নয়, সম্মান করা উচিত।’

বলিউড অভিনেত্রী শেহনাজ গিলের জনপ্রিয় চ্যাট শো ‘দেশি ভাইবস’-এ এবার অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাধিকা। সেখানেই এসব বিষয়ে কথা বলেছেন তিনি। রাধিকা বলেন, ‘আমার মা-বাবা দুজনই চিকিৎসক। তারাও শরীর নিয়ে কাটাছেঁড়া করেন। এটাকে আমি সাহসী বলে মনে করি না। তবে ভীষণভাবে পিছিয়ে পড়া ভাবনা বলে মনে হয় আমার কাছে।’

অভিনেত্রী বলেন, ‘শরীরকে সংরক্ষিত রাখা উচিত বলে যারা মনে করেন, এ চিন্তা-ধারণাই বহু পুরনো বলে মনে হয়। আমি স্বাধীনচেতা মানুষ। শরীরকে ব্যবহার করে নিজেকে তুলে ধরা, পোশাক পরা বা না পরার মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে। এটা নিয়ে কখনো আমার মা-বাবাও প্রশ্ন করেননি।’

বলিউডের গুণী অভিনেত্রী রাধিকা বলেন, ‘আমার মা-বাবা সব সময় আমার পাশে থেকেছেন। কখনো প্রশ্ন করেননি, এটা কেন করেছ? তারা আমার কাজের প্রশংসাই করেছেন। আমি কখনো আমার শরীর নিয়ে লজ্জা পাই না। কখনো মনে হয়নি শরীরের কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। আমি যেমন আমাকে ভালোবাসি, আবার আমার শরীরকেও ভালোবাসি।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন