রকিবুল ইসলাম সোহাগ: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা শর্মিলা ঠাকুর। তাকে এবার দেখা যাবে চ্যানেল আই এর পর্দায়। তার সাথে খেলামেলা কথা বলেছেন আফসানা মিমি।
কিছুটা সময় আলাপচারিতায় উঠে এসেছে শর্মিলা ঠাকুরের জীবনের নানান প্রসংগ। ‘কথা’ নামক এ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে ১৮ ফেব্রয়ারি রাত ১০.৩০ মিনিটে।
এছাড়া ১৬ ফেব্রয়ারি একই অনুষ্ঠানে অংশ নিবেন স্বস্বিকা মুর্খাজী এবং ১৭ ফেব্রুয়ারি অংশ নিবেন মমতা শংকর।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/140z