শাকিলার চরিত্রে বায়োপিকে অভিনয় করছেন রিচা চাড্ডা। সম্প্রতি মুক্তি পেল সেই ছবির নতুন গান ‘তাজা’। গানটির দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, এতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রিচা। রিচাকে সস্তার অভিনেত্রী বলে সম্বোধন করেছে একাধিক নেটিজেনরা। এমনকি তার চরিত্র, ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলছে তারা।
রিচার সঙ্গে বিদ্যা বালনের তুলনাও করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে, রিচা নাকি এই ছিবতে বিদ্যাকে নকল করতে গিয়েছেন, তবে তাতে সফল হননি। বিদ্যা ‘দ্য ডার্টি পিকচার’ সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিতে একই ধরণের পোশাক, একই ধরণের চরিত্র, এমনকি গান ও কস্টিউমেও রয়েছে বিদ্যার সঙ্গে রিচার সবকিছুর মিল। সিল্ক স্মিতা এবং শাকিলার জনপ্রিয়তা একই রকমের ছিল।
উল্লেখ্য, ভারতের দক্ষিণি ছবির জনপ্রিয় নাম শাকিলা। তবে কিছু অশালীন ছবিতে অভিনয় করার জেরে শাকিলার ক্যারিয়ারে জুটেছিল ঘৃণাও। তাজা গানটিতে এই অভিনেত্রীর জীবনের নানা ঘটনা ফুটে উঠেছে। ওঠাপড়া, জনপ্রিয়তা, মানসিক অবসাদ সবই প্রকাশ পেয়েছে এই গানে। বায়োপিকে শাকিলার সমস্ত ঘটনাই বড়পর্দায় তুলে ধরেছেন পরিচালক ইন্দ্রজিৎ লাঙ্কেশ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0wwb
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন