English

30.5 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫
- Advertisement -

শাফিন আহমেদকে নিয়ে আসিফ আকবরের আবেগময় স্মৃতিচারণ

- Advertisements -

নাসিম রুমি: জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। ‘মাইলস’ ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট হিসেবে দীর্ঘদিন শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী ২০২৪ সালের ২৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

শাফিন আহমেদের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে পোস্টে আসিফ লেখেন, ৯৪ সাল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন কুমিল্লায় ব্যান্ড গঠন নিয়ে আমাদের উন্মাদনা ছিল। একজন ইয়াং স্যার ক্লাসেই বিরক্ত হয়ে বললেন- ব্যান্ড নিয়ে এতো ব্যস্ত। তুমি কি হামিন- শাফিন হতে পারবা! বুঝলাম স্যার নিজেও ৯০ এর মিউজিকের অনুরক্ত। স্যারকে বললাম- উনারা তো লিজেন্ড স্যার, অন্তত আসিফ তো হতে পারবো।’

তিনি আরও লেখেন, ‘গত বছর এই দিনে আমার কনসার্ট ছিল পর্তুগালের লিসবনে। উত্তাল জুলাইয়ের সেই সময়ে আমরা দেশে ছিলাম না, ইন্টারনেটও ছিল না। কনসার্ট শেষে যখন ফেসবুক খুললাম, দেখি শাফিন ভাই আর নেই। খবরটা পেয়ে এতটাই শকড্ হয়েছিলাম যে একটা পার্কে গভীর রাত অবধি একা বসেছিলাম। পরে নিউইয়র্কে থাকা প্রমোটর আলম ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারি।’

শাফিন আহমেদের সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করে আসিফ লেখেন, ‘শাফিন ভাই আমার অসম্ভব শ্রদ্ধার একজন পারফর্মার। তার বহু গান আমি স্টেজে গেয়ে নিজেকে তৈরি করেছি। মোবাইল টেক্সটে উনার সঙ্গে মাঝে মাঝে কথা হতো, দেখা হয়েছে কম, কিন্তু সবসময়ই তিনি ছিলেন স্নেহপরায়ণ।’

পোস্টের শেষাংশে শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসিফ লেখেন, ‘তরুন মুন্সীর কথা সুরে একটা গানও প্রডিউস করেছিলাম, তিনি ভয়েসও দিয়েছেন। গানটি এখনো সেভাবেই রয়ে গেছে। শাফিন আহমেদ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h2jl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন