English

26.6 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

শাবনূরের ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে

- Advertisements -

নাসিম রুমি: নব্বইয়ের দশকের দাপুটে নায়িকা শাবনূর। এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়া বসবাস করেন এই অভিনেত্রী।

বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনিয়মিত তিনি। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’।

প্রায় অর্ধযুগ পর গত বছর আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন শাবনূর। এম এস ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র দুটির মহরত অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর ঢাকা ক্লাবে।

‘রঙ্গনা’র প্রথম লটের শুটিংও হয়েছিল সে সময়। এক বছরের বেশি সময় পার হলেও আর চলচ্চিত্র দুটির আপডেট পাওয়া যাচ্ছিল না।

প্রযোজক শাহীন খান গণমাধ্যমকে বলেন, কী হবে বলতে পারছি না। এখন তো শুটিং করাটাও কঠিন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। বেশ আগে একবার শাবনূর ম্যাডামের সঙ্গে যোগাযোগ হয়েছিল। তবে শুটিংয়ের বিষয়ে আলাপ হয়নি। ঈদের পরেও শুটিং হওয়ার সম্ভাবনা নেই। আরো অপেক্ষা করতে চাই।

এদিকে তরুণ নির্মাতা আরাফাত বলেন, গল্পে খানিকটা পরিবর্তন আনতে হয়েছে। গল্পের প্রয়োজনে শাবনূর আপুকে আরো ওজন কমাতে হবে। আপু সেটাই করছেন। এখনো আমরা কোনো শিডিউল ঠিক করিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক মনে হলে তখন আপুর সঙ্গে যোগাযোগ করব।

এই নির্মাতা আরও বলেন, সিনেমা হবে কি হবে না সেটা এখনই বলা যাবে না। অনেকে বলছেন- আর হবে না, এসব মনগড়া কথা। আমরা কিছু দিন সময় নিচ্ছি শুধু।

এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মাতাল হাওয়া’ সিনেমাতে শাবনূরের অভিনয়ের কথাও উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি।

নব্বইয়ের দশকে শাবনূরের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে অভিনয় করেন সাব্বির।

১৯৯৪ সালে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র বিপরীতে প্রথম অভিনয় করেন শাবনূর। এই চলচ্চিত্রটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই ‘স্বপ্নের নায়িকা’।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর। এছাড়া ‘বউ শাশুড়ির যুদ্ধ’ চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে সেরা অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।

একটি সুএ থেকে জানা যায় শাবনূর চলতি বছরের জুলাই মাস থেকে ‘মাতাল হাওয়া’ ছবির শুটিং শুরু করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g71i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন