English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া

- Advertisements -

বলিউডে খান–বচ্চনদের প্রভাব থাকলেও অনেকের চোখে আজও চলচ্চিত্রের ‘রাজপরিবার’ হিসেবে এগিয়ে কাপুর পরিবার। কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকার বহন করা এই পরিবারের একমাত্র পুত্রবধূ আলিয়া ভাট অল্প সময়েই শ্বশুরবাড়ির মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সংসার সামলাতেও নিজেকে সফলভাবে প্রমাণ করেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও নজর কাড়েন আলিয়া। ছিমছাম মেকআপ ও রুচিশীল লুকের সঙ্গে তিনি যে শার্টটি পরেছিলেন, তার বুকের কাছে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল—‘কাপুর’। ছোট্ট এই স্টাইল স্টেটমেন্ট মুহূর্তেই সবার দৃষ্টি কেড়ে নেয়।

অনুরাগীদের চোখ এড়ায়নি এই ‘কাপুর’ লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে অভিহিত করেন। কেউ কেউ মনে করেন, পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ির প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন অভিনেত্রী।

এর আগেও কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বারবার সামনে এসেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে সখ্যতা, পারিবারিক আয়োজনে নিয়মিত উপস্থিতি এবং ব্যস্ত কাজের মাঝেও পরিবারের জন্য সময় বের করে নেওয়া—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন কাপুর পরিবারের প্রিয় মুখ।

এবার স্বামীর পদবি লেখা শার্ট পরে আলিয়া যেন স্টাইলেই জানিয়ে দিলেন—তিনি শুধু কাপুর পরিবারের বধূ নন, বরং সেই পরিবারের গর্বিত অংশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oekp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন