English

26.6 C
Dhaka
শনিবার, মে ১৭, ২০২৫
- Advertisement -

শাহরুখের সিনেমায় রানী মুখার্জি!

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের তারকা অভিনয়শিল্পী শাহরুখ খান ও রানী মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় তাদের অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়। করন জোহর পরিচালিত এ সিনেমা ১৯৯৮ সালে মুক্তি পায়। তারপর কেটে গেছে ২৪ বছর। কিন্তু এখনো এ জুটির রসায়ন দর্শক মনে অমলিন।

এছাড়াও বেশ কিছু জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাহরুখ-রানী মুখার্জি। তবে শাহরুখ অভিনীত কিছু সিনেমায় অতিথি চরিত্রেও দেখা গেছে রানীকে। যেমন— ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’, ‘জিরো’ প্রভৃতি। অনেকটা বিরতির পর শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এ অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান ও রানী মুখার্জি। ফের তারা একসঙ্গে অভিনয়ের জন্য প্রস্তুত। এটি এমন একটি চরিত্র, যা সিনেমাটির সম্পূর্ণ অ্যাকশন-থ্রিলারের জন্য অনুঘটক হিসেবে কাজ করবে।”

‘কিং’ সিনেমায় অভিনয়ের জন্য রানীকে প্রস্তাব দেওয়ার পর সময় নেননি তিনি। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, “কোনোরকম চিন্তা-ভাবনা ছাড়াই শাহরুখ-আনন্দের ‘কিং’ সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন রানী মুখার্জি। তিনি তার চরিত্রটি শোনার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তার চরিত্র সিনেমাটির গভীর আবেগময় অংশ।”

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনয়শিল্পী চূড়ান্ত করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তাছাড়াও অভিনয় করবেন— অভিষেক বচ্চন, অনীল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা প্রমুখ।

আগামী ২০ মে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু করবেন পরিচালক। এরপর ইউরোপের বিভিন্ন দেশে দৃশ্যধারণের কাজ হবে। নির্মাতারা। এটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ এবং মারফ্লিক্স।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন