English

26.7 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

শাহরুখ খানের ছেলে আরিয়ান কত কোটি টাকার মালিক

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ১৫০ কোটি বাজেটের এই সিরিজে ৫০ জন বলিউড তারকা ক্যামিও করেছেন।

শাহরুখ খানের ছেলে আরিয়ান সাধারণত লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। তবে, যখন থেকে তিনি তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ঘোষণা করেন, তখন থেকেই তিনি শিরোনামে রয়েছেন। সিরিজটি মুক্তি পাওয়ার এই বিশেষ মুহূর্তে, আমরা আরিয়ানের শিক্ষা, সম্পত্তি এবং গাড়ির সংগ্রহ সম্পর্কে জানাচ্ছি।

আরিয়ান খানের পড়াশোনা

আরিয়ান খান মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তাঁর স্কুলের পড়াশোনা শেষ করেছেন। এরপর উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ইউএসসি স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন মেকিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

কত সম্পত্তির মালিক

আরিয়ান খানের সম্পত্তির কথা বললে, তিনি ৮০ কোটি টাকার মালিক। কয়েক বছর আগে তিনি দিল্লির পঞ্চশীল পার্কে ৩৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল সম্পত্তি কিনেছিলেন। শোনা যায়, এই বিল্ডিংয়েই তাঁর বাবা-মা কেরিয়ারের শুরুর দিনগুলিতে থাকতেন।

আরিয়ান খানের ব্যবসা

আরিয়ান খান একজন পরিচালকের পাশাপাশি একজন উদ্যোক্তাও। ২০২২ সালে তিনি লাক্সারি লাইফস্টাইল লেবেল D’YAVOL সহ-প্রতিষ্ঠা করেন। এরপর তিনি D’YAVOL X নামে একটি স্ট্রিটওয়্যার এবং স্পিরিটসের লাইন শুরু করেন। এতে প্রিমিয়াম ফ্যাশন এবং ভদকা অন্তর্ভুক্ত রয়েছে।

আরিয়ানের জীবনযাত্রা

আরিয়ান খান তাঁর বাবার মতোই রাজকীয় জীবনযাপন করতে পছন্দ করেন। তাঁর দামী গাড়ির শখ রয়েছে। তাঁর সংগ্রহে অডি এ৬, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি, মার্সিডিজ জিএলই ৪৩ এএমজি কুপ এবং বিএমডব্লিউ ৭৩০এলডি-এর মতো গাড়ি রয়েছে। এগুলোর দাম কোটি টাকা।

আরিয়ান খানের কেরিয়ার

আরিয়ান খান ২০০১ সালে করণ জোহরের ‘কভি খুশি কভি গম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন। তিনি তাঁর বাবার সাথে ‘দ্য ইনক্রেডিবলস’ (২০০৪), ‘দ্য লায়ন কিং’ (২০১৯) এবং ‘মুসাফা’ (২০২৪)-এর হিন্দি সংস্করণে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c16g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন