English

31.1 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

শাহরুখ খান ব্যক্তি হিসেবে কেমন, জানালেন কৃতি শ্যানন

- Advertisements -

নাসিম রুমি: বলিউড বাদশাহ শাহরুখ খান ব্যক্তি হিসেবে কেমন, তিনি কী খুব রাগী নাকি শান্ত স্বভাবের? এ প্রশ্ন অনেকের। সহকর্মীদের সঙ্গে এই অভিনেতার আচরণ কেমন– তা নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এবার অনুরাগীদের সেই কৌতূহল মেটাতেই শাহরুখের অজানা অবয়ব তুলে ধরেছেন অভিনেত্রী কৃতি শ্যানন।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি নিখিল কামাথের পডকাস্ট শো-এ হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন র্যা পার বাদশা এবং ক্রিকেটার কেএল রাহুল। সেখানেই আড্ডার ফাঁকে কৃতি জানান, শাহরুখ খান অন্য তারকাদের থেকে কতটা আলাদা। কৃতির কথায়, শাহরুখ খান মানুষ হিসেবে ভীষণ শান্ত স্বভাবের।

“কিং খান”-এর ব্যক্তিত্ব যেমন আকর্ষণীয় তেমনি প্রাণশক্তিতে ভরপুর। শাহরুখের নিজস্ব একটি ছন্দ রয়েছে। সেটা ভালোভাবে জানার সুযোগ হয়েছে “দিলওয়ালে” সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে কাজ করার সুবাদে। দেখেছি, কাজের ধরন যেমনই হোক, তা নিয়ে কখনও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন না।

নানা বিষয়ে পড়াশোনা করেন বলেই হয়তো এতটা আত্মবিশ্বাসী। তারকা হিসেবে যত বড় মাপেরই হোন না কেন, সহশিল্পীদের সঙ্গে খুব সহজেই মিশে যান। তাঁর সেন্স অব হিউমারের প্রশংসা না করলেই নয়। যে কোনো সময় তিনি যে কাউকে হাসাতে পারেন।

আবার প্রকাশ্যে ঠাট্টাও করতে পারেন অবলীলায়। হয়তো খুব গম্ভীর কোনো আলোচনা চলছে, স্বাভাবিকভাবে সবাই গম্ভীর হয়ে বসে আছে– এমন একটি মুহূর্তে শাহরুখ এমন কিছু বলে ফেলতে পারেন, যা শুনে মেজাজ হালকা হয়ে যেতে বাধ্য! এমনকি তিনি নিজেও ঠাট্টার পাত্র হলে তা নিয়ে এতটুকু অপমানবোধ করেন না। পুরো বিষয়টি হাসির ছলেই উড়িয়ে দেন। শাহরুখের ব্যক্তিত্বটাই এমন।তিনি অতুলনীয়। আমি উনার ভক্ত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zpor
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন