English

32 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫
- Advertisement -

‘শাহরুখ মনের দিক থেকে খুবই মধ্যবিত্ত’

- Advertisements -

নাসিম রুমি: পরিচালক অনুভব সিনহা পরিচালিত ছবি ‘রা ওয়ান’-এ অভিনয় করেছিলেন শাহরুখ খান। যদিও ছবিটি বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলতে পারেনি ঠিকই, কিন্তু ছবির বিষয়বস্তু বলিউডে নতুন দিশা দেখিয়েছিল।

এবার শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলার সময় শাহরুখকে ‘মধ্যবিত্ত মানুষ’ বলে উল্লেখ করেছেন। অনুভবের কথায়, ‘খুব অদ্ভুত বিষয় হল, শাহরুখ মনের দিক থেকে খুবই মধ্যবিত্ত। মজা করে বলছি না। মধ্যবিত্ত মানে শুধুই আর্থিক বিষয় বোঝায় না।’

‘শাহরুখকেও বলেছি যে, ও খুবই মধ্যবিত্ত ধরনের মানুষ। ও কিন্তু হেসে স্বীকার করে নেয়।’ শাহরুখের প্রাচুর্যের অভাব নেই। প্রচুর অর্থের অধিকারী তিনি। তা-ও কেন তাকে মধ্যবিত্ত বললেন অনুভব?

পরিচালক বলেন, ‘নামি ব্র্যান্ডের ব্যাগ পেলে বেশি আনন্দ হয়? না কি বোন খুশি আছে, এটা জেনে আপনি বেশ খুশি হন? এ ভাবেই বোঝা যায়, মনের দিক থেকে কে বেশি মধ্যবিত্ত।’

অনুভব জানান, শাহরুখ তার নিজের বোন শেহনাজের যথেষ্ট খেয়াল রাখেন। তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামেরও দেখাশোনা করেন। শাহরুখের এই গুণগুলোই তাকে মুগ্ধ করেছে বলে জানান পরিচালক।

তার ভাষ্য, ‘একটা মানুষ সারা বিশ্বে জনপ্রিয়। তার পরেও তিনি মাটির মানুষ। এমন মানুষ হয়ে ওঠা কিন্তু বেশ কঠিন। ওর টাকাপয়সা নিয়ে কথা বলার প্রয়োজনই হয় না। অসাধারণ মানুষ শাহরুখ। আমি তাই ওকে বলি, এই ছবিটা তৈরি করার থেকেও ওকে কাছ থেকে জানতে পেরে আমি বেশি খুশি হয়েছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন