নাসিম রুমি: গত ঈদে মুক্তি পেয়েছে ‘অন্তরাত্মা’। কিন্তু ছবিটি মুক্তির তিনদিনের মাথায় সিনেপ্লেক্সসহ বিভিন্ন হল থেকে নেমে যায়। এবার এ বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ‘অন্তরাত্মা’র অভিনেতা শাহেদ শরীফ খান। এ অভিনেতা এখন বেশ বেছে কাজ করেন নাটক ও সিনেমায়।
তার মধ্যে চার বছর আগে অনেক প্রত্যাশা নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছিলেন শাহেদ। এখানে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তার দেখা মিলেছে। তবে, এ সিনেমা নিয়ে এবার আক্ষেপ প্রকাশ করলেন তিনি। শাহেদ বলেন, আমরা যখন এ ছবির কাজ করেছি তখন সবারই অনেক প্রত্যাশা ছিল। বড় আয়োজনের একটি ছবি। কিন্তু হঠাৎ করে এ সিনেমার মুক্তির সিদ্ধান্ত নেয়া হলো।
আমি জানতামও না ছবিটি মুক্তি পাবে। হঠাৎ করে শুনলাম। কোনো প্রচারণা ছাড়াই এত ভালো একটি সিনেমা মুক্তি দেয়া হলো। শাহেদ আক্ষেপ করে বলেন, এত কষ্ট করে আমরা কাজ করেছি ছবিতে। কিন্তু সে ছবি দর্শক পর্যন্ত পৌঁছালোই না। এটাই সব থেকে খারাপ লাগার বিষয়।
এজন্যই বলে একটি কাজ টিম ওয়ার্কের বিষয়। সেখানে যদি পরিকল্পনা ছাড়া, প্রচারণা ছাড়া ছবি মুক্তি দেয়া হয় তবে এমনটা হতেই পারে। তবে ভালো ভালোই, আর খারাপ খারাপই। এ ছবিটি অসাধারণ গল্পের। নির্মাণও খুব ভালো। এখন না হলেও পরবর্তীতে যে দর্শকই ছবিটি দেখবেন, আমি মনে করি অনেকদিন মনে থাকবে।