বলিউডের অন্যতম ফিট এবং স্বাস্থ্য সচেতন অভিনেত্রী শিল্পা শেট্টি। দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও সম্প্রতি ৫০ বছরে পা রাখা এই অভিনেত্রী যেন আজও এক তরুণী। তার মেদহীন ছিপছিপে চেহারা এবং মন মুগ্ধ করা ত্বক- সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
এই বয়সে এমন ফিটনেস ধরে রাখা সহজ কাজ নয়।শিল্পার আকর্ষণীয় কোমর এবং ঝলমলে ত্বক নিয়ে যখন অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। তখন গুঞ্জন ওঠে যে তিনি নাকি একাধিক কসমেটিক সার্জারির মাধ্যমে এই টানটান চেহারার অধিকারী হয়েছেন।
বলিউড পাড়ায় যেখানে নায়িকাদের চিরযৌবন ধরে রাখার জন্য বোটক্স, ফিলারসহ নানা অস্ত্রোপচারের প্রবণতা দেখা যায়, সেখানে শিল্পার সৌন্দর্য নিয়ে এবার মুখ খুলেছেন তার সহ-অভিনেতা সঞ্জয় দত্ত।
গত কয়েক বছর ধরে শিল্পা শেট্টি নিজে যোগাসনের উপকারিতা নিয়ে প্রচারণা চালিয়ে আসছেন। সম্প্রতি মুম্বাইয়ে ‘কেডি- দ্য ডেভিল’ ছবির সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি সঙ্গে ছিলেন সহ-অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানেই শিল্পার সৌন্দর্য নিয়ে প্রশ্ন উঠলে সব জল্পনা থামিয়ে সঞ্জয় দত্ত সোজাসাপটা বলেন, ‘আমরা ওষুধপত্র না খেয়েই সুন্দর।’
অভিনেত্রী শেফালী জারিওয়ালার মৃত্যুর পর বলিউডের নায়িকাদের মধ্যে যৌবন ধরে রাখার এই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলিউডের অনেক অভিনেত্রীই নিজেদের সৌন্দর্য বাড়াতে বোটক্স-ফিলার ব্যবহারের কথা স্বীকার করেছেন, আবার কেউ কেউ বিষয়টি গোপন রাখতে চেয়েছেন।