English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?

- Advertisements -

নাসিম রুমি: মাত্র ৬ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে আসা। এরপর দেশের শোবিজে ৩৯ বছরের পথ চলা তার। বলছি দেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতার কথা।

১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। সেই হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ক্যামেরার সামনে তার ৩৯ বছর পূর্ণ হয়েছে ঈশিতার। তবে বরাবরই সাদামাটা জীবন-যাপন করতেই দেখা গেছে তাকে। যা তারকা থেকে দর্শক- সবার কাছেই প্রশংসনীয়।

ব্যক্তিজীবনেও ঈশিতা দেশের অন্যতম শীর্ষ প্রভাবশালী পরিবারের সদস্য। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি। অথচ এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝে থেকেও রুমানা রশীদ ঈশিতা বরাবরই নিজেকে সাধারণ।

কিন্তু কেন? কেন আভিজাত্যের চাকচিক্য তাকে টানে না? সম্প্রতি একটি পডকাস্টে নিজের এই সাদামাটা জীবনযাপন ও দর্শনের পেছনের কারণ জানিয়েছেন তিনি।

ঈশিতা জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনোই খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।

জীবনের অনিশ্চয়তা নিয়ে নিজের গভীর উপলব্ধির কথা তুলে ধরে ঈশিতা বলেন, মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই।

সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন এই অভিনেত্রী। তার মতে, কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।

নিজেকে ‘অতি সাধারণ’ মানুষ উল্লেখ করে তিনি অকপটে স্বীকার করেন, আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।

দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা তার এই বিনয় ও জীবনবোধের কারণে আজও ভক্তদের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8zsq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন