English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

শুটিং সেটে গুরুতর আহত আদা শর্মা

- Advertisements -

‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী আদা শর্মা। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আদা শর্মা বেশ সক্রিয়।

সম্প্রতি এ অভিনেত্রী এক দুর্ঘটনায় মুখে পড়েছিলেন গুরুতর চোটও লেগেছিল তার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন আদা শর্মা।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই এমনটা হয়েছে। চোট এতটাই গুরুতর যে তার নাকে আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন।

এই বিষয়ে আদা এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যথা তো সাময়িক সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।’

তার কথায়, ‘আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।’

প্রসঙ্গত, ভৌতিক ঘরানার ছবি ‘১৯২০’র হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হয় আদার। এই ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হত। এরপরে একাধিক হিট ছবির অংশ হয়ে থেকেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m0f7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন