English

34.3 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
- Advertisement -

শুভশ্রী বা রুক্মিণী নন, জীবনে প্রথম যে নায়িকাকে মন দিয়েছিলেন দেব

- Advertisements -

নাসিম রুমি: শুভশ্রী বা রুক্মিণী নন, জীবনে প্রথম যে নায়িকাকে মন দিয়েছিলেন দেব ওপার বাংলার ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চে বহু বছর পর শুভশ্রীর সঙ্গে একই মঞ্চে ওঠেন দেব। প্রাক্তন প্রেমিকার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় তখন নেটদুনিয়ায় পড়ে যায় ব্যাপক শোরগোল। স্বাভাবিকভাবেই দেব-শুভশ্রীর সেই মুহূর্ত দ্রুতই ভাইরাল হয়ে যায়।

এরপর সিনেমাটি মুক্তির পর দেব ও শুভশ্রীর মাঝে কিছু ভুল বোঝাবুঝির খবরও সামনে আসে। কেউ শুভশ্রীর পক্ষ নেন, কেউ দেবের প্রেমিকা রুক্মিণীর হয়ে কথা বলেন, আবার কেউ দেবকে সমর্থন করেন। ফলে দেবের ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনামে উঠে আসে।

‘ধূমকেতু’ মুক্তির পর সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞেস করা হয়, ‘তার প্রথম সেলিব্রিটি ক্রাশ কে?’ অনেকেই ভেবেছিলেন দেব টালিউডের কারও নাম বলবেন। কিন্তু দেব জানান, তার প্রথম ক্রাশ ছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। আর এই নায়িকাকেই মন দিয়েছিলেন দেব।
খুব গভীর ভাবে ভালোবেসে ছিলেন।

যদিও শুধু দেব নন, ৯০ শতকে প্রায় বহু পুরুষের ক্রাশ ছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে মাধবনের সঙ্গে ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ সিনেমায় দিয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলো তখনকার তরুণ প্রজন্ম।

প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে ঘটতে পারে, তার জন্য ইতোমধ্যেই কলকাতার কমিশনারের সঙ্গে বৈঠক সেরেছেন দেব। দর্শকদের যাতে কোনোরকম সমস্যা না হয়, সেদিকে সর্বদা কড়া নজর তার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s32a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন