English

27.7 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
- Advertisement -

শ্বেত রোগে আক্রান্ত মমতা মোহনদাস

- Advertisements -

মালায়লাম অভিনেত্রী মমতা মোহনদাস শ্বেত রোগে আক্রান্ত হয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি) অভিনেত্রী জানিয়েছেন যে তিনি অটোইমিউন রোগ ভিটিলিগো’তে (শ্বেত রোগ) ভুগছেন। ইনস্টাগ্রামে নিজের রোগের বিষয়টি সম্পর্কে ভক্তদের অবগত করেন অভিনেত্রী। এর আগে মমতা সফলভাবে ক্যান্সার এবং হজকিন্স লিম্ফোমার বিরুদ্ধে লড়াই করেছিলেন।

ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, তিনি রঙ হারাচ্ছেন। এরপর ভক্তদের উদ্দেশ্যে একটি কবিতাও পোস্ট করেন অভিনেত্রী।

হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবং চিকিৎসক ডাঃ দিলীপ গুদে’র মতে, ভিটিলিগো হল একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন ডিসঅর্ডার যার ফলে ত্বকের রঙ হারায়। এটির ফলে ত্বক দুধ-সাদা রঙে পরিণত হয়।

কিছুদিন আগেই দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থার রোগের বিষয়টি সামনে এসেছিল। এখনো পুরোপুরি সুস্থ নন এই অভিনেত্রী। এবার আরেক দক্ষিণী অভিনেত্রী মমতা জানালেন নিজের রোগের কথা! মমতার স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই ভক্ত অনুরাগীরা নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। অভিনেত্রীর সুস্থতা কামনা করছেন সকলে। কেউ কেউ বলছেন, ক্যান্সারের মতো মরণব্যাধিকে হার মানিয়ে ফিরেছেন মমতা। এবারও দ্রুত সুস্থ হয়ে উঠবেন অভিনেত্রী।

২০০৫ সালে হরিহরন পরিচালিত মালায়ালাম ফিল্ম ‘মায়োখাম’ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন মমতা। তিনি ‘বাস কন্ডাক্টর’-এ মামুত্তির সাথে, ‘অ্যাডবুথাম অ্যান্ড লঙ্কা’তে সুরেশ গোপীর সাথে এবং একই বছর ‘মধুচন্দ্রলেখা’তে জয়রামের সাথে অভিনয় করেছিলেন। মমতা একজন জনপ্রিয় প্লেব্যাক গায়িকাও। প্রধানত মালায়লাম সিনেমায় কাজ করার পরে, তিনি কয়েকটি তেলেগু, কন্নড় এবং তামিল সিনেমাতেও অভিনয় করেছেন। ২০২২ সালে তার জন গন মন সিনেমাটি মালায়লাম ইন্ডাস্ট্রির সবচেয় সফল সিনেমা হিসেবে দর্শক ও সমালোচক উভয়ের মন জয় করে নেয়। এতে আরো অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমারান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3q37
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন