সংগীতের সঙ্গে সাড়ে ৩ দশকের পথচলা কনক চাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা-রুনার পরই কনক চাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের অধিক গানে কণ্ঠ দিয়েছেন। তার অনেক গানই শ্রোতাদের মুখে মুখে।
১১ সেপ্টেম্বর শিল্পীর জন্মদিন উপলক্ষে শিল্পী জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন চ্যানেল আইয়ের তারকা কথনে। অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে।
তার সুমিষ্ট কণ্ঠ আলাদা মাধুর্য সৃষ্টি করে। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। কনকচাঁপার গাওয়া একক এ্যালবাম রয়েছে ৩৫টি।
প্রসঙ্গত, সংগীতের অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৩ বার। গান গাওয়ার পাশাপাশি লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার প্রকাশিত গ্রন্থ তিনটি। ‘স্থবির যাযাবর’, ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’।