English

24 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
- Advertisement -

সড়ক দুর্ঘটনায় মার্কিন অভিনেত্রী নিহত

- Advertisements -

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করা অভিনেত্রী কিয়ানা আন্ডারউড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিউইয়র্কের ব্রাউনসভিল পাড়ার পিটকিন অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদন অনুযায়ী,  গতকাল সকালে পিটকিন অ্যাভিনিউ এবং মাদার গ্যাস্টন বুলেভার্ডে সড়ক পার হওয়ার সময় একটি ধূসর রঙের গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে, ভুক্তভোগী নারীর মাথা ও শরীর থেঁতলে গিয়েছিল। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেছে ইএমএস।

নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্ট এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, আন্ডারউড কিডস নেটওয়ার্কের স্কেচ শো ‘অল দ্যাট’র ১০ম সিজনে ছিলেন অভিনেত্রী কিয়ানা। এতে মূলত আমান্ডা বাইনস ও কেনান থম্পসনও অভিনয় করেছিলেন। আইএমডিবি অনুসারে, ২০০৪ ও ২০০৫ সালে সিরিজটিতে দেখা গেছে তাকে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অ্যানিমেটেড শো ‘লিটল বিল’, যা বিল কসবি নির্মাণ করেছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত চারটি সিজনে প্রচার হওয়া সিরিজটিতে ফিলিসিয়া রামাদ, গ্রেগরি হাইন্স, টাইলার জেমস উইলিয়ামস ও রুবি ডিও অভিনয় করেছিলেন।

১৯৯৯ সালে ‘দ্য টুয়েন্টিফোর আওয়ার ওম্যান’ সিনেমার জন্য নির্বাচিত হন অভিনেত্রী কিয়ানা। এতে রোজি পেরেজ, প্যাটি লুপোন ও ওয়েন্ডেল পিয়ার্স ছিলেন। ২০০১ সালে ‘সান্তা, বেবি’ সিনেমায় কণ্ঠ দিয়েছেন। এতে হাইন্সের পাশাপাশি প্যাটি লাবেল, ভেনেসা উইলিয়ামস ও আরর্থা কিটও ছিলেন। আর পেজ সিক্স অনুযায়ী হেয়ারস্প্রে’র প্রধান জাতীয় সফরে অভিনয়ের জর্ন্য নির্বাচন করা হয়েছিল কিয়ানাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9gqu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন