English

31.3 C
Dhaka
শনিবার, অক্টোবর ৪, ২০২৫
- Advertisement -

সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে: টুইঙ্কেল খান্না

- Advertisements -

প্রাক্তন অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না। কয়েক দিন আগে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে মজার একটি ঘটনা শেয়ার করেছেন অক্ষয় ঘরণী। এই গল্পটি টুইঙ্কেল তার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর নতুন পর্বে ভাগ করে নেন।

এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষি কাপুরের পুত্রবধূ আলিয়া ভাট, বরুণ ধাওয়ান। টুইঙ্কেল সেই ঘটনা স্মরণ করে বলেন, “আমি প্রায় একজন কাপুরই হয়ে গিয়েছিলাম, সেটা আলিয়ার শ্বশুরের (ঋষি কাপুর) কারণে। আমার জন্মদিনে উনি খুব আন্তরিকভাবে টুইট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন—‘তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তখন আমি তাকে গাইতে গাইতে প্রেম নিবেদন করছিলাম।’ ব্যস! সবাই ধরে নিল আমি ওনার অবৈধ মেয়ে। পরে উনিও ট্রলের শিকার হন এবং ক্ষমা চেয়ে বলেন, ‘না না, আমি দুঃখিত।”

টুইঙ্কেলের এই গল্প বলার সময়ে কাজল মজা করে আলিয়ার অস্বস্তিকর দিকটি তুলে ধরেন। তখন হাসতে হাসতে টুইঙ্কেল বলেন, “আমি তোমার ননদ নই, এটা একটা ভুল ছিল।” এ সময় বরুণ ধাওয়ান বলেন, “ও (আলিয়া) বুঝতেই পারছে না কীভাবে প্রতিক্রিয়া দেবে।”

ঋষি কাপুর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লিখেছিলেন, “শুভ জন্মদিন প্রিয়! ১৯৭৩ সালে আমি ‘ববি’ সিনেমায় তোমার মাকে প্রেম নিবেদন করছিলাম, তখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, হা হা।”

ঋষি কাপুরের মজার এই শুভেচ্ছাবার্তা অনেককে বিভ্রান্ত করেছিল। পরে বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর নিজের টুইটের ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করে দেন, এটি নিছকই একটি রসিকতা ছিল।

বলিউডের বরেণ্য অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া দম্পতির বড় কন্যা টুইঙ্কেল খান্না। ব্যক্তিগত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে তার জন্ম হয়। আরাভ-নিতারা কাউকেই মিডিয়ায় দেখা যায় না বললেই চলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bp3f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন