নাসিম রুমি: বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিকে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয়। তিনি মনে করেন, সবার উচিত নির্ভেজাল তদন্তের ফলাফলের জন্য ১৫ দিন অপেক্ষা করা।
তিনি বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, তদন্ত কমিটি কাজ করছে। আমাদের অপেক্ষা করা উচিত। ১৫ দিন পর যদি কিছু প্রমাণিত হয়, নিশ্চয়ই বিসিবি ব্যবস্থা নেবে।’
আসিফ আকবর আরও বলেন, ‘নারী ক্রিকেটের বর্তমান অবস্থান ধরে রাখতে এ ধরনের সমস্যার দ্রুত সমাধান জরুরি। বাংলাদেশ নারী ক্রিকেট এখন ভালো অবস্থানে আছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে এসব অপ্রয়োজনীয় সমস্যা দ্রুত ও কঠোরভাবে সমাধান করতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা বোর্ডে নতুন। চেষ্টা করছি যেন অতীতের বিতর্কগুলো আবার না ঘটে। আমরা চাই নারী ক্রিকেটে একটা ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকুক।’
